মহিদেব যুব সমাজ কল্যান সমিতির আয়োজনে সংবাদকর্মীদের সনদ প্রদান
- আপডেট সময় : ১১:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৫৯ বার পঠিত
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে,কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ সভাকক্ষে ১০ ডিসেম্বর সকাল ১১টায়, শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে জেলার নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী এই তিন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েদেরকে নিয়ে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাল্যবিবাহ কেন হচ্ছে এর প্রতিকার এবং এর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়, লেখাপড়ার পাশাপাশি স্বাবলম্বী এসব বিষয়ের উপর অংশগ্রহণকারী সংবাদকর্মীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। মূখ্য আলোচক যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার ফারহানা জামান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান, নাগেশ্বরী যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহাদৎ হোসেন,নাগেশ্বরী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাজহারুল মান্নান,যমুনা টেলিভিশনের সিনিয়র করসপনডেন্ট শারমিন মমতাজ, যমুনা টিভির রংপুর বুড়ো মাজহারুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টেকনিক্যাল ষ্পেশালিষ্ট-ইয়ুথ লিড, তারেক আজিজ, প্রজেক্ট ম্যানেজারস্পন্সরশিপপ্রকল্প, এমজেএসকেএস, তিন উপজেলার অংশগ্রহণকারী সংবাদকর্মী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ লিড-সিএনবি প্রকল্প (এমজেএসকেএস) এর টেকনিক্যাল অফিসার,ইলিয়াস আলী।