সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ৭৯০ পিস ইয়াবাসহ আটক ১
সৈকত মন্ডল-বাগেরহাট:
- আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৯৫ বার পঠিত
বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়,খুলনার কয়রা এলাকায় গোপন সংবাদের একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ৭৯০ পিস ইয়াবাসহ শেখ শিমুল হোসেন (২৪) নামের এক মাদককারবারিকে আটক করে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তি সাতক্ষীরার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে কয়রা থানায় হস্থান্তর করা হয়।