পাইকগাছায় নৈরনদী উপর ঝুকিপুর্ণ বাঁশের সাঁকো জনগণের মরণ ফাঁদ পারাপারে চরম ভোগান্তি
- আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৬৭ বার পঠিত
খুলনার পাইকগাছার চাঁদখালীর নৈরনদীর উপর মাত্র একটি বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল করছে সর্বসাধারণ।
উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ নৈরনদীর উপর এলাকাবাসীর সহায়তায় ২০বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু বাঁশের সাঁকো তৈরী করেন। ৫টি গ্রামের মানুষ এ সাঁকো দিয়ে পারাপার হয়ে আসছে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে এনদীতে একটা ব্রীজ দাবী করলেও কর্ণপাত করেনি কেউ। প্রতিদিন শত শত মানুষ বাঁশের এ সাঁকো পার হয়ে পূর্ব গজালিয়া দিয়া পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় যাতায়ত করছে।
৫ বর্গকিলোমিটার গ্রামে প্রায় তিন হাজার লোক বসবাস করে। এখানে কোন বিদ্যালয় নেই। নেই কোন হাট-বাজার। যে কারণে গ্রামের কোমলমতি ছাত্র-ছাত্রীরা সাঁকো পার হয়ে পূর্ব গজালিয়া সরকারি প্রার্থীমিক বিদ্যালয়ে যাতায়ত করে। সাধারণ জনগণ যাতায়ত করে হাট-বাজারে।
এই ঝুকিপূর্ণ সাঁকোটি কমিয়ে দিয়েছে তিন কিলোমিটার পথ। এজন্য সময়ের প্রয়োজনে সকলের দাবী নদীর উপর একটা বেইলী ব্রিজ।স্থানীয় শফিকুল সরদার বলেন,আমরা আর ঝুঁকির মধ্যে চলাচল করতে চাইনা। দ্রুত বাঁশের সাঁকোটির পরিবর্তে একটা ব্রীজ দাবী করছি কতৃপক্ষের কাছে। স্থানীয় ইপি সদস্য নজরুল ইসলাম সরদার বলেন, আমি পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি কয়েকবার জানিয়েছি।তিনি বলেছেন এই মুহূর্তে পরিষদে কোন বরাদ্দ নাই,আগামীতে দেখি কোন প্রকল্প নেয়া যায় কিনা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন এটা একটা গ্রাম্য অবকাটামো। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে জানাবো কিভাবে ওখানে একটা ব্রীজ করা যায়।