পাইকগাছায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ,২৯ মে ভোট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৩৩ বার পঠিত
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে শেখ কামরুল হাসান টিপু- মটর সাইকেল, আনন্দ মোহন বিশ্বাস- চিংড়ী মাছ, এ্যাড আবুল কালাম আজাদ -দোয়াত কলম, কৃষ্ণ পদ মন্ডল -আনারস এবং স ম শিবলী নোমানী- কাপ পিরিচ, আসাদুল বিশ্বাস -হেলিকপ্টার।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে শিহাব উদ্দিন ফিরোজ বুলু- তালাচাবি, প্রভাষক বজলুর রহমান- টিয়া পাখি, এস এম হাবিবুর রহমান- চশমা, সুকুমার চন্দ্র ঢালী -উড়োজাহাজ, সিরাজুল ইসলাম- মাইক, শেখ ফরহাদ হোসেন ফয়সাল -টিউবওয়েল, মিলন মন্ডল- আইসক্রিম ও বাবুল শরীফ- বই।
মহিলা সংরক্ষিত পদে ৪ জনের মধ্যে অনিতা রাণী মন্ডল- ফুটবল, লিপিকা ঢালী- পদ্মফুল, মিসেস ময়না- হাঁস, ইয়াসমিন বুশরা-কলস।
উল্লেখ্য: আগামী ২৯ মে নির্বাচন। পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৭ টি কেন্দ্রে মোট ভোটার ২লাখ ৩১ হাজার ৯৩৮ জন।