পাংশায় শিক্ষক হত্যায় অস্ত্র ও গুলি সহ আরোও পাঁচ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৬১ বার পঠিত
রাজবাড়ীর পাংশায় আলোচিত শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলায় অস্ত্র ও গুলি সহ আরোও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫মে) বেলা ১১ টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কর্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান (১৮), আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার (১৯), ইন্দ্রজিত সরকারের ছেলে রামপ্রসাদ সরকার, মৃত অজিত সরকারের ছেলে বিজয় কুমার সরকার (১৯), আরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার (১৯), পিতাঃ- অরবিন্দু সরকার।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, পাংশার আলোচিত শিক্ষক মিজানুর রহমান হত্যা কান্ডের ঘটনার একদিন পর পাংশা মডেল থানায় নিহত মিজানুর রহমানের স্ত্রী অসিত বিশ্বাস নামে এক ব্যাক্তির নাম উল্লেখ সহ ৮-১০ কে অজ্ঞাত করে পাংশা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের দিনই অসিত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। অসিত বিশ্বাস দুই দিনের রিমান্ডে রয়েছে। পরবর্তীতে আরোও পাঁচ জনকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১টি দেশীয় একনলা বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামী গ্রেফতার ও আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্র দিয়ে এই হত্যাকান্ডের ঘটানো হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।
তিনি আরোও জানান, মূলত হালখাতার টাকা ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত নিস্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবে বলে জানান তিনি।
নিহত মিজানুর রহমান উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তাঁর নিজ ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন।
গত রোববার মিজানুর রহমান তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতা শেষে রাত সাড়ে ৯ দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজার থেকে আধা কিলোমিটার দূরত্বে ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের ওয়াজেদ মেম্বারের বাড়ির পাশে রাস্তার ওপর তাঁকে গুলি করে হত্যা করা হয়।
ত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে নিহত মিজানুর রহমানের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অসিত বিশ্বাসের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি মামলা করেন।