নান্দাইলে নৌকার কর্মীসভা জনসমূদ্রে পরিনত
- আপডেট সময় : ১১:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১১৮ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।
৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার জনতা সমাবেশে যোগ দিলে মাঠটি পরিপূর্ণ হয়ে আশপাশের রাস্তা গুলো লোকে লোকারণ্য হয়ে জনসমূদ্রে পরিনত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সি, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমুল্লাহ লিটন, সাবেক পৌরসভার মেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল ৪নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়া ৯ নং আচারগাও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সাবেক চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার আবু নাঈম ভূঁইয়া ফারুক বাবু রাসমোহন সাহা সাবেক যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ
জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল সহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। নৌকা আওয়ামীলীগের মার্কা ও চেতনা বঙ্গবন্ধুর মার্কা শেখ হাসিনার মার্কা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।