ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামির’সূধী সমাবেশ ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাইবান্ধার মহিমাগঞ্জে ৫ বছর পর চালু হচ্ছে রংপুর চিনিকল দৌলতদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২ গোয়ালন্দে নবাগত ইউএনও মোঃ নাহিদুর রহমান’র যোগদান দিনাজপুরে ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধান বোঝাই ট্রাকের ধাক্কা, নি-হ-ত ২ দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ভোলা সা’দ বিরোধী সমাবেশে সেচ্ছাসেবীদের হামলায় আমার দেশ পত্রিকার সাংবাদিক গুরুতর আহত কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটিকে বরণে বিশল আনন্দ মিছিল  আমি উত্তরবঙ্গে এসেছি আপনাদের কথা শোনার জন্য, পরে যা বললেন : উপদেষ্টা আসিফ মাহমুদ সাতক্ষীরা সীমান্ত থেকে বর্ডার গার্ড বিজিবির হাতে ১০ বোতল মদ জব্দ

নান্দাইলে অগ্নিকাণ্ড বসতবাড়ির ৩ দিকে ৬টি বনের পুন্জিতে আগুন

মোঃ মোখলেছুর রহমান-নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১২:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৯৩ বার পঠিত

উপজেলার ৮ নং সিংড়ইল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাইজ পাড়া গ্রামের মৃত ওয়াফিজ উদ্দিনের পুত্র ফজলুর রহমান(৬০),আর: সালাম(৫০) ফজলুর রহমানের পুত্র কাঞ্চন মিয়া (৪০) তাদের বসত বাড়ির ৩ দিকে ৬টি খড়/বনের পুন্জি আগুন লেগে পুড়ে গেছে।

কাঞ্চন মিয়া ও সালাম জানান বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘরের সাথে ৩টি, আনুমানিক ১০০ ফুট দূরে উত্তর পাশে বসত ঘরের সাথে ২টি আনুমানিক ১৫০ ফুট দূরে পূর্ব পাশে ১ টি সহ মোট ৬ টি বড় বড় খড়/ বনের পুঞ্জি একের পর এক আগুনে পুড়ে ছাই।

২৪জুলাই সোমবার দিবাগত রাত ২টায় এই অগ্নিকান্ড ঘটে।নাম প্রকাশে অপরাগতাকারী জৈনক এক ব্যাক্তি কাঞ্চনকে মোবাইল ফোন করে বলে তোমার বাড়ীতে পশ্চিম পাশে বনের পুন্জিতে আগুন লেগেছে।

তার মোবাইল ফোন পেয়ে ঘর থেকে উঠে দাও দাও করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দিকবিদিক ছুটাছুটি করে চিৎকার শুরু করলে প্রতিবেশী লোকজন এসে আগুন নেভানোর সাথে সাথে দেখে উত্তর পাশে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর দেখতে পায় বাড়ীর পূর্ব পাশে বসত ঘরের পাশে থাকা বনের পুন্জিতে আগুন ।৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বাড়ীর ৩ দিকে একের পর এক বনের পুন্জিতে এভাবে আগুন লাগার ঘটনায় হতবাক এলাকাবাসী। আবদুস সালাম জানান লোকজন প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভায় নাহলে সমস্ত বসত বাড়ি , আসবাবপত্র গরু ছাগল হাঁস- মুরগি ধান -চাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যেত । বাড়িতে ৮/১০ টিনের আধাপাকা ঘড় ৪ /৫ টিনের দোচালা গোয়াল ঘর ৪/৫টি টিনের দোচালা রান্না ঘড় ছিল। আল্লাহর অশেষ রহমত এলাকাবাসীর প্রানপন চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি ।

এলাকাবাসী ও ভূক্ত ভোগী পরিবার জানায় বিদ্যুতের লাইন থাকায় বড় আতঙ্ক ছিল।কে বা কারা আগুন লাগিয়েছে বুঝতে পারছি না। এভাবে আগুন লাগতে জীবনেও দেখিনাই । ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি তাদের সাথে কথা বলে থানায় অভিযোগ দায়ের করা হবে ।

নান্দাইলে অগ্নিকাণ্ড বসতবাড়ির ৩ দিকে ৬টি বনের পুন্জিতে আগুন

আপডেট সময় : ১২:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

উপজেলার ৮ নং সিংড়ইল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাইজ পাড়া গ্রামের মৃত ওয়াফিজ উদ্দিনের পুত্র ফজলুর রহমান(৬০),আর: সালাম(৫০) ফজলুর রহমানের পুত্র কাঞ্চন মিয়া (৪০) তাদের বসত বাড়ির ৩ দিকে ৬টি খড়/বনের পুন্জি আগুন লেগে পুড়ে গেছে।

কাঞ্চন মিয়া ও সালাম জানান বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘরের সাথে ৩টি, আনুমানিক ১০০ ফুট দূরে উত্তর পাশে বসত ঘরের সাথে ২টি আনুমানিক ১৫০ ফুট দূরে পূর্ব পাশে ১ টি সহ মোট ৬ টি বড় বড় খড়/ বনের পুঞ্জি একের পর এক আগুনে পুড়ে ছাই।

২৪জুলাই সোমবার দিবাগত রাত ২টায় এই অগ্নিকান্ড ঘটে।নাম প্রকাশে অপরাগতাকারী জৈনক এক ব্যাক্তি কাঞ্চনকে মোবাইল ফোন করে বলে তোমার বাড়ীতে পশ্চিম পাশে বনের পুন্জিতে আগুন লেগেছে।

তার মোবাইল ফোন পেয়ে ঘর থেকে উঠে দাও দাও করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দিকবিদিক ছুটাছুটি করে চিৎকার শুরু করলে প্রতিবেশী লোকজন এসে আগুন নেভানোর সাথে সাথে দেখে উত্তর পাশে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর দেখতে পায় বাড়ীর পূর্ব পাশে বসত ঘরের পাশে থাকা বনের পুন্জিতে আগুন ।৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বাড়ীর ৩ দিকে একের পর এক বনের পুন্জিতে এভাবে আগুন লাগার ঘটনায় হতবাক এলাকাবাসী। আবদুস সালাম জানান লোকজন প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভায় নাহলে সমস্ত বসত বাড়ি , আসবাবপত্র গরু ছাগল হাঁস- মুরগি ধান -চাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যেত । বাড়িতে ৮/১০ টিনের আধাপাকা ঘড় ৪ /৫ টিনের দোচালা গোয়াল ঘর ৪/৫টি টিনের দোচালা রান্না ঘড় ছিল। আল্লাহর অশেষ রহমত এলাকাবাসীর প্রানপন চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি ।

এলাকাবাসী ও ভূক্ত ভোগী পরিবার জানায় বিদ্যুতের লাইন থাকায় বড় আতঙ্ক ছিল।কে বা কারা আগুন লাগিয়েছে বুঝতে পারছি না। এভাবে আগুন লাগতে জীবনেও দেখিনাই । ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি তাদের সাথে কথা বলে থানায় অভিযোগ দায়ের করা হবে ।