ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

নববঠিত কমিটির বিরোধিতা করে কুড়িগ্রাম জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৭৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির (জাপা) নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। নতুন কমিটির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম জেলা পরিষদ পরিষদ অডিটরিয়ামে নব গঠিত কমিটির পরিচিতি সভা চলাকালে পরিষদের বাইরে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাককে আহ্বায়ক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব:) মুহাম্মদ আব্দুস সালামকে সদস্য সচিব করে ঘোষিত কমিটির বিরোধিতা করে দলটি কার্যত বিভক্ত হয়ে পড়েছে। বুধবার পরিচিতি সভা চলাকালে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সদস্য সচিব পনির উদ্দিন আহমেদের সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নতুন ঘোষিত কমিটিতে পনির উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক।

বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ ও অবরোধে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা থেকে আগত জাপার নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল দাবি করেন। তাদের ধারণ করা ব্যানারে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবিতে ক্রস চিহ্ন দেখা যায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে আহ্বায়ক ও সদস্য সচিবকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীদের এ ধরণের বিক্ষোভকে অনভিপ্রেত ও নিন্দনীয় অবহিত করে নতুন সদস্য সচিব মেজর (অব:) মুহাম্মদ আব্দুস সালাম বলেন, এই কমিটি আমরা ঘোষণা দেইনি। এটা কেন্দ্রের সিদ্ধান্ত। কারও কোনও আপত্তি থাকলে তারা কেন্দ্রে অভিযোগ করবেন। এভাবে ভাড়া করা লোক এনে সড়ক অবরোধ করা নিন্দনীয়।

ট্যাগস :

নববঠিত কমিটির বিরোধিতা করে কুড়িগ্রাম জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির (জাপা) নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। নতুন কমিটির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম জেলা পরিষদ পরিষদ অডিটরিয়ামে নব গঠিত কমিটির পরিচিতি সভা চলাকালে পরিষদের বাইরে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাককে আহ্বায়ক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব:) মুহাম্মদ আব্দুস সালামকে সদস্য সচিব করে ঘোষিত কমিটির বিরোধিতা করে দলটি কার্যত বিভক্ত হয়ে পড়েছে। বুধবার পরিচিতি সভা চলাকালে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সদস্য সচিব পনির উদ্দিন আহমেদের সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নতুন ঘোষিত কমিটিতে পনির উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক।

বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ ও অবরোধে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা থেকে আগত জাপার নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল দাবি করেন। তাদের ধারণ করা ব্যানারে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবিতে ক্রস চিহ্ন দেখা যায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে আহ্বায়ক ও সদস্য সচিবকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীদের এ ধরণের বিক্ষোভকে অনভিপ্রেত ও নিন্দনীয় অবহিত করে নতুন সদস্য সচিব মেজর (অব:) মুহাম্মদ আব্দুস সালাম বলেন, এই কমিটি আমরা ঘোষণা দেইনি। এটা কেন্দ্রের সিদ্ধান্ত। কারও কোনও আপত্তি থাকলে তারা কেন্দ্রে অভিযোগ করবেন। এভাবে ভাড়া করা লোক এনে সড়ক অবরোধ করা নিন্দনীয়।