দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু
- আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১১৯ বার পঠিত
দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রীজে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী সাথী (৭)। সাথি রহমানের মেয়ে।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, মর্জিনা বেগম স্বপরিবারে নাতির বিয়েতে পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন। শনিবার সকালে নাতনী সাথীকে ও পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেলব্রিজের উপর হাটছিলেন। একই সময় দিনাজপুর থেকে যাওয়া আন্তনগর দ্রুতযান ট্রেন চলে আসে।
ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যান্যরা নদীতে লাফ দিলেও দাদি ও নাতনী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।