ডুমুরিয়ায় রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
- আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৩২ বার পঠিত
রাত পোহালেই ঘুর্ণিঝড় রেমাল’র কারণে স্থাগিত হওয়া খুলনার ডুমুরিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার(৮ জুন) সকাল থেকে উপজেলার শিল্পকলা একাডেমি থেকে ১০৮টি কেন্দ্রে ব্যালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে সহকারী রিটানিং কর্মকর্তার কাছ থেকে বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জামাদি। তারপর পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।
আগামীকাল রবিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে উপজেলার দুই লাখ ৭৩ হাজার ১১৪ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু করতে ১৬ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট,০১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,তিন প্লাটুন বিজিবি নিয়োগ করেছে
সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রয়েছে অতিরিক্ত পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স। ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তারা।
ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল- আমিন বলেন, ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে। সুষ্ঠু ও স্বতস্ফুর্তভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
উপজেলায় মোট ভোটার সংখ্যা -২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৫০৭ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬০৭ জন।