ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

জামালপুরে ছাত্রলীগ ও সাধারণ ছাত্র ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক একঘণ্টা অবরুদ্ধ

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪০ বার পঠিত

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জড়ো হয়। একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা অবস্থান নিলে হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ কয়েকজন নেতা কলেজের ভেতরে প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা নিরাপদ দূরত্বে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিলে আতঙ্ক সৃষ্টি করতে কলেজ রোডে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ ঘটায়।

অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কমিউটার ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ ও কিছুক্ষণ আটকে রাখে। দুপুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে গেটপাড় পর্যন্ত যায়। পরে রেললাইনে অগ্নিসংযোগ করে তারা।

বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবুকে মুঠোফোনে কল করা হলে ‘মিটিংয়ে আছি’ বলে কেটে দেন। এছাড়া সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি কল রিসিভ করেননি।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মুহম্মত কবির জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

এছাড়া ককটেল বিস্ফোরণ বা আহতের কোনো খবর তিনি পাননি বলে জানান।

ট্যাগস :

জামালপুরে ছাত্রলীগ ও সাধারণ ছাত্র ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক একঘণ্টা অবরুদ্ধ

আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জড়ো হয়। একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা অবস্থান নিলে হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ কয়েকজন নেতা কলেজের ভেতরে প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা নিরাপদ দূরত্বে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিলে আতঙ্ক সৃষ্টি করতে কলেজ রোডে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ ঘটায়।

অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কমিউটার ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ ও কিছুক্ষণ আটকে রাখে। দুপুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে গেটপাড় পর্যন্ত যায়। পরে রেললাইনে অগ্নিসংযোগ করে তারা।

বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবুকে মুঠোফোনে কল করা হলে ‘মিটিংয়ে আছি’ বলে কেটে দেন। এছাড়া সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি কল রিসিভ করেননি।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মুহম্মত কবির জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

এছাড়া ককটেল বিস্ফোরণ বা আহতের কোনো খবর তিনি পাননি বলে জানান।