সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সরাসরি ধান-চাল সংগ্রহ শুরু
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৮১ বার পঠিত
রাজ বাড়ীর গোয়ালন্দে সরকারীভাবে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৩ শুরু হয়েছে।
বুধবার (৩১ মে) উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মুরাদ আলীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকেরা উপস্হিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, এ বছর গোয়ালন্দ উপজেলায় ৩০ টাকা দরে ২৬৮ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৪৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি এ ধান-চাল কেনা হবে। তাই কৃষকদের সরাসরি খাদ্য গুদামে এসে তাদের ধান-চাল বিক্রয়ের আহবান জানাচ্ছি।