খোকসায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
- আপডেট সময় : ০২:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২৩৬ বার পঠিত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার (২৬’মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
সকাল সাড়ে ৭ টায় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে ১০টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার।
এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।