কেশবপুরে ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম কমে যাওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি
- আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৭৫ বার পঠিত
কেশবপুরে ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম কমে যাওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার ৩ জানুয়ারী দুপুরে কেশবপুর বড় বাজার ও বৈকালী বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে।শীতের সবজির ভরা মৌসুম এখন বাজারে সরবরাহ দাম কমে গেছে।কিন্তু এক সপ্তাহে আগে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা বেড়ে গিয়ে ছিল।যার ফলে সাধারণ মানুষ ছিল মহা বিপাকে।আর সব সবজির দাম বাজারে এখন একেবারে দাম কম।বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও নতুন ও পুরানো দুটির দামই চড়া সরবরাহ কমার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দাম নিচ্ছেন বেশি।
তবে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহে এই নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে।কেশবপুর বড় কাঁচা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিক্রেতেরা বলছেন পাইকারি বাজারে সবজি সরবরাহ বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সিম ৪০ টাকা কেজি,বড় গোল বেগুন ৬০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা করলা ৮০ টাকা,পেঁয়াজ ৭০ টাকা, লাউ প্রতি পিচ ৩০ টাকা,কাঁচামরিচ ৮০টাকা,ফুলকপি ২৫ টাকা,বাঁধাকপি ১৫ টাকা,টমাটো ৩০ টাকা, ওলকপি ২০ টাকা,বিটকপি ৩০ টাকা,মুলা ২০ টাকা,কচুর মুখি ৪০ টাকা,পালন শাক ১০ টাকা,মেটে আলু ৪০ টাকা,টাটা ১৫ টাকা,মিষ্টি কমড়া ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।বাজারে নতুন আলু ৬০ টাকা,পুরাতন আলু ৬০ টাকা,দাম দেশি রসুন প্রতি কেজি ২৫০ টাকা, আমদানি করা রসুন ২৪০ টাকা বিক্রি হচ্ছে।কেশবপুর কাঁচা বাজারের সবজির ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম,মতিয়ার রহমান,মহাসিন আলী,রহিম হোসেন,আতিয়ার রহমান,অলিয়ার রহমান,আব্দুল খালেক,গফফার হোসেন সহ অনেকে এ প্রতিনিধি কে জানান,পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম কমে গেছে।
এব্যাপারে কেশবপুর পুরাতন গরুহাটের বৈকালী বাজারের সমিতির সভাপতি অসিত কুমার বিশ্বাস বলেন,বাজারে সবজি সরবরাহ এখন বেশি রয়েছে।যার কারণে দাম অনেক কমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।কৃষকদের নিকট থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি ত্রুয় করে বিত্রুি করছেন এ বাজারে।