কেশবপুরে নৌকায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে এমপি শাহীন চাকলাদার
- আপডেট সময় : ০৫:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১০৯ বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার শত শত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকালে কেশবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুলের বাড়িতে উঠোন বৈঠক করেছেন।
উঠোন বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি নৌকা প্রতীকের প্রার্থী এমপি শাহীন চাকলাদার বলেন,আগামী ৭ জানুয়ারি সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে আওয়ামীকে আবারও বিজয়ী করতে হবে।
উঠোন বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল প্রমুখ।এরপর এমপি শাহীন চাকলাদার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা,দাসপাড়া,
গাজীপাড়া,বিশ্বাস পাড়া,মোড়ল পাড়া,সরদার পাড়াসহ বাজারে যেয়ে গণসংযোগ ও পথসভা করেন।এসময় উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়ে তিনি সলক কে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।এ সময় তিনি উন্নয়নের ধারবাহিকতা রক্ষার প্রতিশ্রম্নতি দিয়ে সকলের নিকট নৌকা প্রতীকে চেয়েছেন ভোট।তার আন্তরিকতা থেকে বাদ পড়েনি ছোটরাও। তাদের কাছেও দোয়া চেয়েছেন তিনি।নির্বাচনী প্রচারণায় প্রার্থীর সাথে অংশ নেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার,সহ সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মিত্র,যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী,সদস্য মশিয়ার রহমান সাগর,সদস্য রেজাউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটু,যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী,কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা,পৌর কাউন্সিলর কামাল খান,পৌর কাউন্সিলর খাদিজা খাতুন,পৌর যুবলীগ নেতা লিটন গাজী,শেখ জামাল,মাহাবুর রহমান,রবিন সাহা সুমন,ফারুক হোসেন,আজিজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা,পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল,সহ-সভাপতি লুৎফর রহমান,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মোড়ল,যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক হাসান আলী মোড়ল,তথ্য উপদেষ্টা সম্পাদক শরিফুল ইসলাম,প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, জেলা,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণায় নেমেছেন জেলা,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।এলাকায় এলাকায় খণ্ড খণ্ড মিছিলের সাথে চলেছে নৌকার প্রচারণা ও নৌকা প্রতীকের লিফলেট বিতরণ।