আলফাডাঙ্গা – ঢাকা রুটে আনুষ্ঠানিক ভাবে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রা শুরু
- আপডেট সময় : ০৯:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৬৪ বার পঠিত
অবশেষে অনেক জল্পনা কল্পনা মধ্যে দিয়ে আলফাডাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান এবং আলফাডাঙ্গা থেকে ফরিদপুর হয়ে গাবতলী এই দুই রুটে করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন বাস যাচ্ছে ঢাকায়।
বৃহস্পতিবার বিকাল ৫টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার প্রানকেন্দ্র মুক্তিযোদ্ধা ভবনের নিচ তলায় গোল্ডেন লাইন পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন ফরিদপুর জেলা গোল্ডেন লাইনের ম্যানেজার ইমরান হোসেন রিপন,আলফাডাঙ্গা পৌর সভার আলী আকসাদ ঝন্টু,আলফাডাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সপ্তর সম্পাদক সেলিম রেজা,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, ৮ নং ওয়াডের কমিশনার নূর ইসলামসহ প্রমূখ। সার্বিক সহোযোগিতায় ছিলেন, আলফাডাঙ্গা গোল্ডেন লাইন এর ম্যানেজার কামরুল ইসলাম।
এই বাসটি নিয়মিত চলাচল করবে আলফাডাঙ্গা – সহস্রাইল- বোয়ালমারী – সায়েদাবাদ- যাত্রাবড়ী- গুলিস্তান – বাবুবাজার – ইয়ারপোর্ট- মালিবাগ- নর্দ্দা- বাড্ডা- আব্দুল্লাহপুর – গাবতলী।
ফোন নম্বরঃ আলফাডাঙ্গা – ০১৯৫৮১৬৬৭৭৫
সহস্রাইলঃ০১৯৫৮১৬৬৭৯০ বোয়ালমারীঃ ০১৯৫৮১৬৬৮৬৮। এ ছাড়াও জনগণ ইচ্ছে করলে অনলাইনে টিকিট কাটতে পারবেনঃ www.goldenlinebd.com Hotlineঃ০৯৬১৩০০০৩৩৩
কতৃপক্ষ জানান, আপাতত বর্তমানে ভাড়া নির্ধারন করা হয়েছে ৫০০/- টাকা। পরবর্তীতে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।